প্রায় ১৬ হাজার ভেড়া নিয়ে ডুবে গেছে একটি জাহাজ। রোববার (১২ জুন) সুদানের সুয়াকিন বন্দরের কাছেই ডোবে নৌযানটি। এ দুর্ঘটনায় সবগুলো পশুই মারা গেছে।।
তবে প্রাণে বেঁচেছেন জাহাজটির আরোহীরা। ডুবুরিদের সহযোগিতায় তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। সুদান থেকে সৌদি আরবে ভেড়াগুলো রফতানির জন্য পাঠানো হচ্ছিল।
ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত পশু বোঝাই হওয়ার কারণে ডুবে যায় ‘বদর এক’ নামের জাহাজটি। এসময় নৌযানে ছিলো ১৫ হাজার ৮০০ ভেড়া। সুদান বন্দর কর্তৃপক্ষ জানায়, ধারণক্ষমতা অনুযায়ী মাত্র ৯ হাজার পশু বহনের কথা ছিল জাহাজটিতে। এখনও চলছে পশুগুলোর মরদেহ উদ্ধার। তবে দুর্ঘটনাটির কারণে ব্যাহত হচ্ছে বন্দরের কার্যক্রম। পরিবেশ ও পানির দূষণ নিয়েও চিন্তিত সুদান কর্তৃপক্ষ।
/এডব্লিউ
Leave a reply