টানা বৃষ্টি আর উজানের ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা-ধরলা-ব্রহ্মপুত্রসহ উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি হাজার হাজার মানুষ।
বৃষ্টি আর পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে কুড়িগ্রামের রৌমারীতে। উপজেলার ৪০ গ্রামে প্রায় ৩৫ হাজার মানুষ পানিবন্দি। তলিয়ে গেছে ধান, পাট-শাকসবজি’সহ ১০৭ হেক্টর ফসলী জমি। দ্রুতই শুকনো খাবার বিতরণের আশ্বাস জনপ্রতিনিধিদের।
ডুবেছে রংপুর-লালমনিরহাট-গাইবান্ধাসহ তিস্তা অববাহিকার চরাঞ্চলও। তবে পাহাড়ি ঢল কমতে শুরু করায় শেরপুরে কমতে শুরু করেছে বানের পানি। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে। ত্রাণ না পাওয়ার অভিযোগ অনেকের।
এসজেড/
Leave a reply