আইপি টিভির নামে ইউটিউব চ্যানেল খুলে চাঁদাবাজি চলবে না: তথ্যমন্ত্রী

|

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

আইপি টিভির নাম করে ইউটিউব চ্যানেল খুলে চাঁদাবাজি করা হয়। এসব আর চলতে দেয়া যাবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৩ জুন) সচিবালয়ে টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন অ্যাটকোর স্মারকলিপি প্রদান শেষে মন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, অনলাইন নীতিমালা অনুযায়ী অনলাইন বা পত্রিকার পোর্টালে কোনো সংবাদ ও টকশো করা যাবে না। আইনে এর স্বীকৃতি দেয়া নেই বলেও জানান তিনি। তথ্যমন্ত্রী আরও বলেন, নীতিমালা ও আইন অনুযায়ী সবাইকে বিধিনিষেধ মানতে হবে।

আইপি টিভির নাম করে ইউটিউব চ্যানেল খুলে তার মাধ্যমে চাঁদাবাজি করা হয়; এ অভিযোগ সাংবাদিক ইউনিয়ন থেকে আমাদের কাছে করা হয়েছে। এগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে বন্ধ করে দেয়া হবে।

আরও পড়ুন: ‘পদ্মা সেতুর নির্মাণ বন্ধ করতে না পেরে উদ্বোধন নিয়ে ষড়যন্ত্র করছে বিএনপি’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply