রূপগঞ্জে স্বামীর নির্যাতন সইতে না পেরে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা, শাশুড়ি আটক

|

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত।

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে যৌতুকের দাবিতে তিনদিন আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে রোববার (১২ জুন) রাতে কীটনাশক পান করে আত্মহত্যা করে গৃহবধূ মায়মুনা আক্তার। এ ঘটনায় সোমবার (১৩ জুন) বিকেলে পুলিশ তার শাশুড়ি রিনা বেগমকে আটক করেছে।

নিহতের বড়বোন শিখা জানান, মায়মুনা মুড়াপাড়া ইউনিয়নের ব্রাক্ষ্মণগাঁও এলাকার মাহমুদ আলীর ছেলে সাকিবকে দু’বছর আগে ভালোবেসে বিয়ে করে। এরপর থেকে তার স্বামী ও শাশুড়ি বিভিন্ন সময় যৌতুকের জন্য মারধর করতো তাকে।

গত শুক্রবার থেকে খাবার-দাবার না দিয়ে মায়মুনাকে ঘরের ভেতর আটকে রাখে স্বামী সাকিব। এক পর্যায়ে রোববার রাতে কিটনাশক পান করে আত্মহত্যা করে সে। এ ঘটনায় সোমবার বিকেলে তার শাশুড়ি রিনা বেগমকে আটক করে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে মায়মুনার শ্বশুর মাহমুদ আলী এবং স্বামী সাকিব।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply