বিক্ষোভ মোকাবেলায় কঠোর অবস্থান নেয়া হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে

|

বিক্ষোভ মোকাবেলায় কঠোর অবস্থানে ভারত প্রশাসন।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির জেরে ছড়িয়ে পড়া বিক্ষোভ ও সহিংসতা মোকাবেলায় কঠোর অবস্থান নেয়া হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। সেই সাথে, বাড়ানো হয়েছে নিরাপত্তা বাহিনীর তৎপরতা।

পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এখনো কমেনি বিক্ষোভের উত্তাপ। রাঁচি শহরে ৩৩ ঘণ্টা পর ইন্টারনেট সেবা চালু করেছে পুলিশ। তাছাড়া, ২৫টি মামলায় ১০ হাজারের বেশি অজ্ঞাতনামা বিক্ষোভকারীকে অভিযুক্ত করা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং পুলিশের ওপর হামলার মতো অপরাধের সাথে তারা যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে, উত্তর প্রদেশের ৮টি জেলা থেকে নীতিমালা ভঙ্গের দায়ে গ্রেফতার হয়েছেন ৩ শতাধিক মানুষ। তাদের বিরুদ্ধে চলছে বিচারিক কার্যক্রম। দ্বিতীয় দিনের মতো রাজ্যটিতে চলছে বুলডোজারের মাধ্যমে অভিযুক্তদের ঘরবাড়ি ভাঙার কর্মসূচি। একই পন্থা অবলম্বন করেছে মধ্য প্রদেশও। অবৈধভাবে ভূমি দখলের অভিযোগে চালানো হচ্ছে উৎখাত। বিক্ষোভ-সহিংসতার দায়ে পশ্চিমবঙ্গের দুটি জেলা থেকে শতাধিক মানুষকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: অর্থ আত্মসাৎ মামলায় রাহুল গান্ধিকে জিজ্ঞাসাবাদের প্রতিবাদে বিক্ষোভ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply