নাটোরে মাদক সেবনের দায়ে ছাত্রলীগ নেতাসহ ৬ জনের কারাদণ্ড

|

সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:

নাটোরে মাদক সেবনের দায়ে সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ ৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার উত্তর চৌকিরপাড় ও রথবাড়ি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

দণ্ডপ্রাপ্তরা হলো, বড়হরিশপুর এলাকার সাইদুর রহমানের ছেলে ও সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহানুর রহমান সাকিব, একই এলাকার আবেদুর রহমান মুক্তার ছেলে আবিদ রহমান, হাজরা নাটোর এলাকার আলী আকবরের ছেলে আশিক ইসলাম, উত্তর চৌকির পাড় মহল্লার আবুল খায়েরের ছেলে ফয়সাল হোসেন এবং রথবাড়ি এলাকার আসাদুজ্জামান চাইনিজ ও তার ছেলে আশিকুর জামান।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রনি খাতুন জানান, উত্তর চৌকিরপাড় এলাকায় থেকে মাদক সেবনের সময় সোহানুর রহমান সাকিব, আবিদ, আশিক ও ফয়সালকে ২০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অন্যদিকে রথবাড়ি এলাকা থেকে একগ্রাম হিরোইনসহ আসাদুজ্জামান চাইনিজ ও তার ছেলে আশিককে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (ক) অনুযায়ী গাঁজা রাখার দায়ে ৪ জনকে ১৫ দিন ও হিরোইন রাখার জন্য ২ জনকে ২০ দিন কারাদণ্ড প্রদান করা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply