কেন্দুয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

|

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপনডেন্ট, নেত্রকোণা:

নেত্রকোণার কেন্দুয়ায় হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে তাজ্জত আলী (৪০) নামের এক কৃষকের মুত্যু হয়েছে।

সোমবার (১৩ জুন) সন্ধ্যায় মোজাফ্ফরপুর ইউনিয়নের বড়তলা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বৃষ্টি শুরু হলে বড়তলা গ্রামের তাজ্জত আলী ভেঙ্গুরা হাওর থেকে গরু আনতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পাশে থাকা রতন মিয়া নামের এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করলে লোকজন এগিয়ে আসেন।

এরপর, তাজ্জত আলীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মীর মাহ্বুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply