৫ হাজার একর এলাকাজুড়ে যুক্তরাষ্ট্রের ভয়াবহ দাবানল

|

ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। উচ্চ তাপমাত্রা ও শুকনো আবহাওয়ার কারণে গত গত সপ্তাহজুড়েই বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে দাবানল। এবার এই ভয়াবহ দাবানল ছড়িয়েছে প্রায় ৫ হাজার একর এলাকাজুড়ে। ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনায় নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার মানুষকে।

ছবি: সংগৃহীত

অ্যারিজোনায় অন্তত তিনটি স্থানে জ্বলছে আগুন। উচ্চ তাপমাত্রা আর বাতাসের গতি বাড়াচ্ছে আগুনের তীব্রতা। আশপাশের কয়েকশ’ বাড়িঘর থেকে সরে যেতে বলা হয়েছে বাসিন্দাদের। দাবানল ভয়াবহ গতিতে ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসেও। সান গ্যাব্রিয়েল পার্বত্য এলাকায় জারি হয়েছে সতর্কতা। ন্যাশনাল ফরেস্ট এলাকার আগুন ছড়িয়েছে ৯৯০ একর এলাকা জুড়ে।

স্থানীয় প্রায় সাড়ে চার হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বিশাল এলাকাজুড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় ৭শ’ কর্মী। তীব্র ধোঁয়ায় ব্যাহত হচ্ছে অভিযান।

আরও পড়ুন: অস্তিত্ব সংকটে সিরিয়ার বিখ্যাত অ্যারাবিয়ান হর্স

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply