কেরাণীগঞ্জের পোশাক তৈরি কারখানা অধ্যুষিত এলাকায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন করেছে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ)। দাতা সংস্থা মনডিয়াল এফএনভির সহায়তায় সোমবার (১৩ জুন) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে সংগঠনটি। কর্মসূচিতে কেরাণীগঞ্জের কয়েকটি শ্রমিক ইউনিয়নও যুক্ত হয়।
এক বিশেষ আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। পরে বর্ণাঢ্য র্যালি, গণস্বাক্ষর সংগ্রহ অভিযান এবং পথযাত্রার মাধ্যমে স্থানীয় পোশাক তৈরি কারখানা এলাকায় দিনব্যাপী শিশুশ্রম বিরোধী ক্যাম্পেইন চালানো হয়। এসময় শিশুরা নানারঙের হাতের ছাপ দিয়ে ‘আমরা কাজ করতে চাই না’ লেখা ক্যানভাস রাঙিয়ে তোলে।
বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) এর ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) মাহমুদুল হাসান খানের সঞ্চালনায় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপমহাপরিদর্শক এ কে এম সালাহ উদ্দিনেরে সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জের এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল রনী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সব অপরাধ শাস্তি দিয়ে কমানো যায় না। কিছু বিষয় বিবেক দিয়ে বিবেচনা দিয়ে ঠিক করতে হয়। শিশুশ্রমকে এ ধরনেরই এবকটি সমস্যা বলে মনে করেন তিনি।
এসময় সভাপতির বক্তব্যে এ কে এম সালাহ উদ্দিন বলেন, কেরাণীগঞ্জকে শিশুশ্রম নিরসনে রোল মডেল করা হবে। এ লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। এর কোন বিকল্প নেই। সরকারের কার্যক্রমে যারা সাড়া দেবেন না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।
বিএলএফের মহাসচিব জেড এম কামরুল আনাম বিশেষ অতিথির বক্তব্যে বলেন, শিশুশ্রম নিরসন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৩ সালের মধ্যে কেরাণীগঞ্জ থেকে শিশুশ্রম নিরসন করতে সরকার, ডাইফি, মন্ত্রণালয় কর্তৃক কর্মপরিকল্পনা গৃহীত হয়েছে।
/এডব্লিউ
Leave a reply