Site icon Jamuna Television

শ্যুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে দীপিকা, ভুগছেন মানসিক টানাপোড়েনে!

ছবি: সংগৃহীত।

দক্ষিণী কল্পবিজ্ঞানভিত্তিক ছবি ‘প্রজেক্ট কে’তে দেখা যাবে দীপিকা পাডুকনকে। তারই শ্যুটিংয়ে বর্তমানে ব্যস্ত তিনি। তবে মঙ্গলবার (১৪ জুন) হঠাৎ শ্যুটিং সেটেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। সাথে সাথেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এ দিন শ্যুটিং চলাকালে হঠাৎই দীপিকা জানান, মাথা ঘুরছে তার। শ্বাসকষ্টও শুরু হয় সেই সময়। সাথে সাথেই অভিনেত্রীকে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে সেখান থেকে ছেড়ে দেয়া হয় তাকে। এরপর সরাসারি বাড়িতে চলে যান দীপিকা।

জানা গেছে, কিছুদিন ধরেই মানসিক টানাপোড়েনে ভুগছেন দীপিকা। ঠিক কী বিষয়ে মানসিকভাবে বিধ্বস্ত তিনি তা জানা যায়নি কোনো ঘনিষ্ট সূত্র থেকে। তবে নিজের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে অভিনেত্রী যে বেশ চিন্তিত তা শোনা যাচ্ছে।

এসজেড/

Exit mobile version