কুমিল্লা ব্যুরো:
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের কয়েক ঘণ্টা আগে ভোট কিনতে যাওয়ার অভিযোগে টাকাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুন) বিকেলে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়াপাড়া থেকে তাকে আটক করা হয় তাকে। আটক যুবকের নাম মো. ফারুক (৩১)। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকার ছাদেক মিয়ার ছেলে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার কাছ থেকে প্রায় ২০০ ভোটার আইডি কার্ডের ফটোকপি ও নগদ ২৩ হাজার ৪০ টাকা পাওয়া গেছে। তাকে ইতোমধ্যেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
/এসএইচ
Leave a reply