সৌদি আরবে নির্যাতনের শিকার আরও ৭৮ নারীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রাতে শাহজালাল বিমানবন্দরে নামার পর পরিবারের লোকজন পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা।
ভুক্তভোগীরা জানান, গৃহপরিচারিকার কাজ দেয়া হবে এমন আশ্বাসে দালালের মাধ্যমে তাদের বিনা খরচে সৌদি আরবে পাঠানো হয়। সেখানে যাওয়ার পর পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র কেড়ে নিয়ে অন্য দালালের কাছে বিক্রি করে দেয়া হয়। এরপর বিভিন্ন বাসায় আটকে রেখে চালানো হয় যৌন নিপীড়নসহ নানা নির্যাতন। মাসের পর মাস বিনা বেতনে বাসা বাড়িতে কাজ করতে বাধ্য করা হয়। সৌদি আরবে আরও বহু নারী শ্রমিককে বন্দি রেখে নির্যাতন চালানো হচ্ছে বলেও জানান তারা।
Leave a reply