শুরু হয়েছে প্রথম ডিজিটাল জনশুমারি

|

ছিন্নমূল ও ভাসমান মানুষের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনার কার্যক্রম।

মঙ্গলবার (১৪ জুন) মধ্যরাত থেকে শুরু হওয়া ৬ষ্ঠ জনশুমারি চলবে ২১ জুন পর্যন্ত। অবশ্য কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বুধবার সকালে।

‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ প্রতিপাদ্যে দীর্ঘ ১১ বছর পর প্রথম ডিজিটাল জনশুমারি শুরু হলো। ডিজিটাল ডিভাইস ট্যাবলেট ব্যবহার করে কম্পিউটার অ্যাসিসটেড পারসোনাল ইন্টারভিউং পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ডিজিটাল শুমারিতে প্রশ্নপত্রের মাধ্যমে ৩৫ ধরনের তথ্যসহ আরও ১০টি সহায়ক তথ্য নেয়া হচ্ছে। এতে করে একজন নাগরিকের মোট ৪৫ ধরনের তথ্য সংগ্রহ করা হবে। নিরাপত্তা ও সহজে তথ্য বিনিময়ের স্বার্থে দিনের বেলায় নিয়োজিত কর্মীরা বাড়ি-বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply