Site icon Jamuna Television

ইউরোপ-যুক্তরাষ্ট্রের আকাশজুড়ে ‘সুপার মুন’

ছবি: সংগৃহীত।

সুপার মুনের মহাজাগতিক সৌন্দর্য্য উপভোগ করলেন ইউরোপ-যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। মঙ্গলবার (১৪ জুন) রাতের এই চাঁদের নাম দেয় হয়েছে ‘স্ট্রবেরি মুন’। খবর টাইমসের।

মূলত যুক্তরাষ্ট্রের নৃতাত্ত্বিক গোষ্ঠীর কৃষকরা চাঁদের নামকরণ করেন। তাদের ভাষ্যমতে, জুন মাস স্ট্রবেরি পরিপক্ক হওয়ার সময়। গোলাপি আভার এই চাঁদের সাথে মিলে যায় ফলটির মৌসুম। সে কারণেই এ অদ্ভুত নামকরণ।

কক্ষপথে প্রদক্ষিণের সময় পৃথিবী এবং একমাত্র উপগ্রহের মধ্যে যখন সবচেয়ে কম দূরত্ব থাকে, সেসময় চাঁদকে কয়েকগুণ বড় এবং উজ্জ্বল দেখায়। এটাই জ্যোর্তিবিদদের ভাষায় সুপার মুন।

এসজেড/

Exit mobile version