ফলাফল টোটালি প্রত্যাখান করছি: সাক্কু

|

প্রকাশিত হয়েছে কুসিক নির্বাচনের বেসরকারি ফলাফল। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি) ৩৪৩ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। বেসরকারি ফলাফল প্রকাশের পর তা প্রত্যাখান করেছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু।

ফলাফল প্রকাশের পর স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, ফলাফল টোটালি প্রত্যাখান করছি, আইনী প্রক্রিয়ায় যাবো। ৮টার পর থেকে মোটামুটি ২ ঘণ্টা কালক্ষেপণ করা হয়েছে। এই সিচুয়েশনে কী ইলেকশন হয়? স্বচ্ছতা থাকলে নির্বাচন কমিশন একবারেই ফলাফল ঘোষণা করতেন।

তিনি আরও বলেন, আমার হিসেবে তো ৯৮০ ভোটে এগিয়ে ছিলাম, এখন ওনারা বলছেন যে ৩০০ সামথিং ভোটে পিছিয়ে আছি। এটা তো ওনারা আগেই ঘোষণা করতে পারতেন। এতটা কালক্ষেপণের মানে কী?


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply