
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। ফলাফল ঘোষণার আগে নৌকা প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর সমর্থকদের মধ্যে দেখা দিয়েছিল উত্তেজনা।
তবে ফলাফল ঘোষণার পরপরই ঘটনাস্থলে আসেন কুসিক নির্বাচন জুড়েই আলোচনায় থাকা সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার। এ সময় উত্তেজিত কর্মীদের সরিয়ে নিতে দেখা যায় তাকে।
গণমাধ্যমের সামনে এ সময় বাহার বলেন, সরকারের গুরুত্বপূর্ণ সুবিধাভোগী লোক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমি সরকারের গুরুত্বপূর্ণ অংশও না, সুবিধভোগী লোকও না। তারপরও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আমার এলাকায় শান্তিপূর্ণ নির্বাচন চাই। শেখ হাসিনাও চান, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হোক।
নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আরফানুল হক রিফাত ও মনিরুল হক সাক্কুর (টেবিল ঘড়ি) মধ্যে। সাক্কুর থেকে ৩৪৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন রিফাত।
নির্বাচনের চূড়ান্ত ফলাফলে আরফানুল হক রিফাত পেয়েছেন মোট ৫০ হাজার ৩১০টি ভোট। আর মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৯৯টি ভোট।



Leave a reply