কুসিক নির্বাচনে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতের কাছে হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। ফলাফল ঘোষণার আগমুহূর্তে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছিলেন সাক্কু। তবে ফলাফল সাক্কুর পক্ষে না যাওয়ায় নাখোশ হয়ে সাক্কু জানিয়েছেন, তাকে ডাকা হলো কেন?
এ ব্যাপারে নির্বাচনি এলাকার আলোচিত সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার বলেছেন, জনাব সাক্কু যে বললো ‘আমাকে দাওয়াত দিয়ে এনেছেন তো রেজাল্ট দেন।’ তাহলে রিফাতকে দাওয়াত দেওয়া হলো না কেন? সাক্কু তো মিডিয়ার সামনে নাটক করেছেন। কে তাকে দাওয়াত দিয়েছে সেটা আমি জানতে চাই।
বাহার বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে সর্বোচ্চ সহায়তা দিয়েছি। একটি ক্ষমতাবহির্ভূত চিঠি দেওয়ার পরও আমি নির্বাচনে কাজ করতে পারিনি। যেটা আমরা জন্য বেদনাদায়ক বিষয়। এই চিঠি দেওয়া কোনো আইনের মধ্যে নাই। তারপরও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।
নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আরফানুল হক রিফাত ও মনিরুল হক সাক্কুর (টেবিল ঘড়ি) মধ্যে। সাক্কুর থেকে ৩৪৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন রিফাত।
নির্বাচনের চূড়ান্ত ফলাফলে আরফানুল হক রিফাত পেয়েছেন মোট ৫০ হাজার ৩১০টি ভোট। আর মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৯৯টি ভোট।
জেডআই/

