প্রোটিয়াদের ৮২ রানে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রাখলো ভারত

|

ছবি: সংগৃহীত

৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ৪র্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২-২’এ সমতা এনেছে ভারত। দিনেশ কার্তিকের ব্যাটিং ও আভেশ খানের বোলিং নৈপুণ্যে প্রোটিয়াদের হারিয়ে সিরিজ নির্ধারণকে শেষ ম্যাচে নিয়ে গিয়েছে প্রথম দুই ম্যাচ হেরে যাওয়া ভারত।

রাজকোটে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধে করতে পারেনি রিশাভ পান্তের দল। ৪০ রানের মধ্যে ৩ টপ অর্ডার এবং ১২.৫ ওভারে ৮১ রানেই বিদায় নেন অধিনায়ক রিশাভ পান্ত। এরপর ৩৩ বলে ৬৫ রানের জুটি গড়েন দীনেশ কার্তিক ও হার্দিক পান্ডিয়া। ৩১ বলে ৪৬ রান করে পান্ডিয়া আউট হলেও ঝড়ো ব্যাটিং বজায় রাখেন কার্তিক। শেষ ওভারে আউট হওয়ার আগে কার্তিক খেলেন ২৭ বলে ৫৫ রানের দারুণ ইনিংস। ২০ ওভারে ৬ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে ভারত।

জবাবে, ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই আহত অবসরে যান প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে আর আধিপত্য বিস্তার করতে পারেনি বাভুমার দল। কুইন্টন ডি কক, র‍্যাসি ভ্যান ডার ডাসেন ও মার্কো জ্যানসেন ছাড়া দুই অংকের ঘরেই পৌঁছুতে পারেনি দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটার। আভেশ খান ৪ এবং যুজবেন্দ্র চাহাল নেন ২ উইকেট।

আরও পড়ুন: ডাক মারার রেকর্ডে সবাইকে ছাপিয়ে গেলো বাংলাদেশ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply