ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য: বরিস জনসন

|

আকস্মিক কিয়েভ সফরে বরিস জনসন।

ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য, বলে আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর স্কাই নিউজের।

শুক্রবার (১৭ জুন) অঘোষিত কিয়েভ সফরে এ কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

রুশ হামলা শুরুর পর দ্বিতীয়বারের মতো ইউক্রেনে গেলেন বরিস। রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেন তিনি। সফরে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণের প্রস্তাব দেন তিনি। জানান প্রতি ১২০ দিনে ১০ হাজার সেনাকে প্রশিক্ষণের পরিকল্পনার কথা।

এ সময় কিয়েভকে কৌশলগত সহায়তার কথাও বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। জেলেনস্কি প্রশাসনকে কূটনৈতিক সমর্থনের পাশাপাশি রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের কথাও জানান তিনি।

চার ইউরোপীয় নেতার ইউক্রেন সফরের একদিন পরই হঠাৎ দেশটিতে গেলেন বরিস জনসন। চলমান যুদ্ধে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এর আগে যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা দেন ইউক্রেনের পাশে থাকার।

বরিস জনসন বলেন, উদ্দেশ্যমূলকভাবে বেসামরিকদের টার্গেট করছে রুশ বাহিনী। জবাবে ইউক্রেনীয় সেনাদের বীরত্বকে স্যালুট জানাই। পুতিনের সেনারা সর্বোচ্চ চাপে আছে আর সেজন্য হত্যাকাণ্ড চালাচ্ছে।
ইউক্রেনীয়দের প্রতি সাহায্য অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, জেলেনস্কি প্রশাসনকে আরো একবার জানাতে এসেছি যে আমরা পাশে আছি। পুতিন প্রশাসনের ওপর আরও নিষেধাজ্ঞা জারি হবে। কিয়েভকে সামরিক সহায়তাও অব্যাহত থাকবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply