২৫০টি পেরেক ও কয়েন খেয়েও বেঁচে আছেন মানসিক রোগী, বের হলো অস্ত্রোপচারে

|

ছবি: পেট থেকে উদ্ধারকৃত পেরেক ও কয়েন

একে একে খেয়েছেন ২৫০টি পেরেক। খাবার তালিকায় ছিল কয়েন আর পাথরও। অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। পূর্ববর্ধমানের এক যুবকের পেট থেকে অস্ত্রোপচারের পর এসবই পেয়েছেন ডাক্তাররা। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন তিনি। কয়েকদিন ধরে বন্ধ করে দিয়েছিলেন খাওয়া-দাওয়া।

কলকাতার সংবাদ সারাদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ বছর ধরে মানসিক সমস্যায় ভোগা মাঈনুদ্দিনের হঠাৎ করেই শুরু হয় পেটে ব্যথা। বেসরকারি হাসপাতাল ঘুরে অর্থের অভাবে পরে ভর্তি হন বর্ধমান মেডিক্যাল কলেজে। সেখানে মাইনুদ্দিনের পেটের এক্সরে রিপোর্ট দেখে চমকে যান চিকিৎসকরা। পাওয়া যায় অসংখ্য ধাতব বস্তুর অস্তিত্ব। এরপরই জরুরি ভিত্তিতে করা হয় অস্ত্রোপচার।

অস্ত্রোপচারে একে একে বের হয় ২৫০টি পেরেক, ৩৫টি কয়েন আর বেশকিছু পাথর টুকরো। তবে, বর্তমানে সুস্থ আছেন মাঈনুদ্দিন। অস্ত্রপচার সফল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে মাইনুদ্দিনের পরিবার।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ থাকলেও আরও বেশ কয়েকদিন হাসপাতালে পর্যবেক্ষণে থাকবেন মাঈনুদ্দিন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply