বারভিডার কার্যনির্বাহী কমিটির নির্বাচন শুরু

|

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোটার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন-বারভিডার কার্যনির্বাহী কমিটি নির্বাচন শুরু হয়েছে৷

শনিবার (১৮ জুন) সকাল ১০টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হওয়া এ নির্বাচন বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ২০২২-২০২৪ এই দুই বছর মেয়াদী কমিটির ২৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে এবার ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বারভিডার পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর সংগঠনটির মোট ভোটারের সংখ্যা ৭৬১ জন। আজ নির্বাচিত কার্যনির্বাহী কমিটির ২৫ জন সদস্যের মধ্য থেকে আগামী ২ বছরের জন্য অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল, ৩ জন ভাইস প্রেসিডেন্ট, ট্রেজারার ও অন্যান্য পদগুলোতে নির্বাচন করবেন বলে জানা গেছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply