ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনা নিয়ে প্রতিনিয়ত খবর হচ্ছে। সম্প্রতি জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থাপনের প্রতিবাদ করায় রক্তাগঙ্গা বইয়ে দেয়া হয়েছে ফিলিস্তিনিদের ওপর। এরই মধ্যে হঠাৎ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গুঞ্জন শোনা গেলেও তার অবস্থা আশঙ্কাজনক কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
আব্বাসকে পশ্চিম তীরের একটি হাসপাতালে ভর্তির তথ্য নিশ্চিত করেছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, ৮২ বছর বয়সী মাহমুদ আব্বাস এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার তার কানে ছোট অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল। অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
মাহমুদ আব্বাসকে একজন ‘শিকল ধূমপায়ী’ উল্লেখ করে আল জাজিরা জানাচ্ছে আব্বাসের হৃদরোগসহ নানা ধরনের শারীরিক সমস্যা আছে।
ফিলিস্তিনি ২০০৫ সালের পর থেকে আর কোনো নির্বাচন হয়নি। মাহমুদ আব্বাসের কোনো উত্তরসূরীও মনোনীত করা হয়নি। ফাতাহ ও হামাস পরস্পরবিরোধী অবস্থানে যাওয়ার পর থেকে আব্বাসের বিকল্প নেতৃত্বও ফিলিস্তিনে তৈরি হয়নি।
যমুনা অনলাইন: এটি
Leave a reply