দেশের ৬ জেলায় ‘বন্দুকযুদ্ধ’ আর ‘দু’পক্ষের গোলাগুলিতে’ ৮ জন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহতদের সবাই মাদক ব্যবসায়ী।
টাঙ্গাইলের ঘাটাইলে রোববার রাতে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কালাম আজাদ নামে একজন নিহত হন। র্যাব-১২ দাবি করেছে, মাদক বিরোধী অভিযান চলাকালে কয়েকজন মাদক বিক্রেতা র্যাব সদসদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পাল্টা গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয় আজাদ। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজাদের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহত জনাব আলী চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ। ঝিনাইদহের কালীগঞ্জে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আরও একজন মারা যান। র্যাবের দাবি, নিহত সব্দুল মাদক ব্যবসায়ী।
নরসিংদীর পলাশেও র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন ১ জন। নিহত ইমান আলী চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে দাবি র্যাবের। রাজশাহীতেও র্যাবের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত।
যশোর সদরে আলাদা স্থান থেকে ৩ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করার দাবি করে পুলিশ। জানায়, মাদক ব্যবসায়ী দু’টি পক্ষের গোলাগুলিতে নিহত হন তারা।
Leave a reply