আরও এক ভারতীয় বংশোদ্ভূত নারী স্থান পেলেন বাইডেন প্রশাসনে। গত বুধবার (১৫ জুন) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি আন্ডার সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন রাধা আয়েঙ্গার প্লাম্ব। তিনি দেশটির সামরিক ক্রয় ও স্থিতিশীলতা সংক্রান্ত কাজ পরিচালনা করবেন। এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ পদে কর্মরত ছিলেন তিনি। খবর এনডিটিভির।
প্রতিরক্ষা বিষয়ক পরিসংখ্যান বিশ্লেষণের ক্ষেত্রে বিশেষজ্ঞ ধরা হয় আয়েঙ্গারকে। তার পড়াশোনা অর্থনীতি বিষয়ে। ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজিতেই লেখাপড়া শুরু আয়েঙ্গার। সেখান থেকে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং গবেষণা শুরু করেন। পোস্টডক্টরেটের জন্য যোগ দেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে।
আয়েঙ্গারের কর্মজীবন শুরু হয় লন্ডন স্কুল অব ইকোনোমিক্সে, শিক্ষক হিসেবে। ফেসবুকের গ্লোবাল হেড হিসাবে আন্তর্জাতিক সুরক্ষা নীতি সংক্রান্ত নানা পদক্ষেপে উল্লেখযোগ্য ভূমিকা ছিল তার। চিফ অব স্টাফ পদে যোগ দেয়ার আগে তিনি গুগলের সুরক্ষা সংক্রান্ত নীতি নিয়ে প্রযুক্তিগত গবেষণায় যুক্ত ছিলেন। ডিপার্টমেন্ট অব এনার্জি, হোয়াইট হাউসের নিরাপত্তা কাউন্সিলের সদস্যও ছিলেন রাধা।
সম্প্রতি খুব কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চপদে একাধিক ভারতীয় বংশোদ্ভূতদের নিয়োগ দেয়া হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত কূটনীতিক গৌতম রানাকে স্লোভাকিয়ায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করতে চলেছেন বাইডেন। হোয়াইট হাউস গত মাসেই এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে।
এর আগে এপ্রিলে ভারতীয়-মার্কিন কূটনীতিক রচনা সচদেভা কোরহোনেনকে মালিতে দূত হিসাবে মনোনীত করেছিল বাইডেন প্রশাসন। দেড়মাসের মধ্যে এটি তৃতীয় ভারতীয় বংশোদ্ভূতকে মনোনয়নের ঘটনা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চপদে এমন ভারতীয় বংশোদ্ভূতদের নিয়োগ দেয়ায় দেশ দুটির মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এসজেড/
Leave a reply