পদ্মাসেতুতে অর্থায়ন না করে বড় অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়েছে বিশ্ব ব্যাংক: ড. মসিউর রহমান

|

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, বিশ্বব্যাংক পদ্মাসেতুতে অর্থায়ন না করে বড় অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়েছে। আগামীতে সংস্থাটি এমন অভিজ্ঞতা অর্জন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় আছে।

শনিবার (১৮ জুন) রাজধানীতে আয়োজিত পদ্মাসেতু নিয়ে এক সেমিনারে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। এ সময় পদ্মাসেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংকের সরে যাওয়ার প্রেক্ষাপট ও পরবর্তী কর্মযজ্ঞ নিয়েও কথা বলেন তিনি।

সেমিনারে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের এগিয়ে চলার সক্ষমতার প্রমাণ পদ্মাসেতু। শুধু দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষই নয়, পদ্মাসেতুর উপকার পাবে সারাদেশই।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ বলেন, বিশ্বব্যাংক পদ্মাসেতু নিয়ে যে অবমাননাকর অবস্থান নিয়েছিল, তার উপযুক্ত জবাব আজকের দৃশ্যমান মেগাস্ট্রাকচারই।

শেখ হাসিনার পদ্মা সেতু নির্মাণ, বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশ তথা উন্নয়নশীল দেশসমূহের এক যুগান্তরীকারী বিজয়; শিরোনামে সেমিনারটি আয়োজন করে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply