কুড়িগ্রামে নদীতে ডুবে নিহত ১

|

ছবি: সংগৃহীত।

স্টাফ করেসপনডেন্ট, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের নাগশ্বরী উপজেলায় সংকােষ নদীতে সাঁতার কেটে পার হতে গিয়ে আজাদ হােসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কেদার ইউনিয়নের শােভারকুটি গ্রামের মৃত আবুল হােসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার (১৮ জুন) দুপুরে আজাদ হােসেন বাড়ির পাশের সংকােষ নদীর শােভারকুটি পূর্ব পাড়ের চরে গরু বাঁধতে যান। গরু বেঁধে রেখে আজাদ ওই নদী সাঁতরে ফেরার সময় স্রোতের টানে ডুবে যান। এরপর প্রায় দু’ঘণ্টা খোঁজাখুঁজির পর বিকেলে স্থানীয় ও পরিবারের লােকজন তার মরদেহ উদ্ধার করেন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply