২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে একমাত্র গোলের পরাজয়কেই নিজেদের ফুটবল ইতিহাসে অন্যতম আক্ষেপ হিসেবে মনে করে আর্জেন্টিনা। তবে এবার জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসের কথায় সেই আক্ষেপ কেবল বাড়তেই পারে। কারণ, ১৯৯০ বিশ্বকাপের সেরা খেলোয়াড় ম্যাথাউসের মতে, রেফারির সিদ্ধান্ত আর্জেন্টিনার বিপক্ষে গেছে বলেই রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় আলবিসেলেস্তেদের। আর ভাগ্য সহায় ছিল জার্মানদের।
ইনফোবোকে দেয়া সাক্ষাৎকারে জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসের বলেছেন, ২০১৪ বিশ্বকাপ জেতা উচিত ছিল আর্জেন্টিনার। কারণ, ফাইনালে আর্জেন্টাইন স্ট্রাইকার গনজালো হিগুয়েইনকে করা জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের ফাউল এড়িয়ে যান ইতালিয়ান রেফারি নিকোলা রিজ্জোলি। আর্জেন্টাইন খেলোয়াড়দের সমস্বরে করা পেনাল্টির আবেদনে সারা দেননি তিনি।
ম্যাথাউস আরও বলেন, সেই বিশ্বকাপের অন্যতম বড় ঘটনা ছিল ব্রাজিলকে ৭-১ গোলে হারানো। তবে আমাদের যাত্রা সে পর্যন্তই থেকে যেতে পারতো। কারণ, আর্জেন্টিনারই উচিত ছিল ফাইনালটা জেতা। কিন্তু রেফারি সে সময় নয়্যারের ফাউলে পেনাল্টি দেননি। ভাগ্য আমাদের সহায় ছিল। খুব বড় এক অপরাধ হয়েছিল সেদিন আর্জেন্টিনার বিপক্ষে। নয়্যারের কারণে অবশ্যই সেদিন পেনাল্টি হজম করতে হতো আমাদের।
আরও পড়ুন: লিভারপুল ছেড়ে বায়ার্নে সাদিও মানে
/এম ই
Leave a reply