পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জ। সঙ্কটময় এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আহ্বান জানিয়েছেন খেলোয়াড়রা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই মুহূর্তে টেস্ট খেলছে বাংলাদেশ। এর মধ্যেই বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেটের পাশেই আছে পুরো বাংলাদেশ। আসুন, এই সঙ্কটময় পরিস্থিতিতে সবাই প্রার্থনায় রাখি সিলেটকে।
ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল অসহায় বন্যার্তদের কয়েকটি ছবি দিয়ে লিখেছেন, অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি সিলেট-সুনামগঞ্জ ভয়াবহ বন্যায় আজ বিপর্যস্ত। বিভিন্ন ছবি দেখে এবং বন্যার খবর জেনে খুব খারাপ লাগছে। সবাই ধৈর্য রাখুন, মানসিকভাবে শক্ত থাকুন। যতটা সম্ভব সবাই দুর্গতদের পাশে থাকুন, পরস্পরের সহায়তা করুন। প্রার্থনা করছি যেন এই বিপদ দ্রুত কেটে যায়। আল্লাহ সবার সহায় হোন।
হজ করতে এই মুহূর্তে সৌদি আরবে অবস্থান করছেন মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলের জন্য দোয়া করছেন তিনি। এছাড়া বন্যার্তদের প্রার্থনায় রেখেছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া।
আরও পড়ুন: পুতিন বাহিনীর হাতে খুন হতে পারেন, শঙ্কা সাবেক রুশ ফুটবল অধিনায়কের
জেডআই/
Leave a reply