মক্কায় আবারও ক্রেন দুর্ঘটনা

|

মক্বার প্রধান মসজিদের নির্মাণ কাজ চলার সময় আবারও ক্রেন দুর্ঘটনা ঘটেছে। গতকাল রোববার একটি ভ্রাম্যমাণ ক্রেনের উপরের অংশ ভেঙে মাটিতে পড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আরব নিউজ।

শুধু ক্রেনের চালক কিছুটা আহত হয়েছেন। মক্কার গভর্নরের অফিস থেকে জানানো হয়েছে, যে জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে সেদিকে মুসল্লিদের যাতায়াত নেই।

দুর্ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে। এতে নানা গুজব দানা বাঁধলেও কর্তৃপক্ষ বলেছে সেসবে কান দেয়ার প্রয়োজন নেই।

২০১৫ সালে এক ক্রেন দুর্ঘটনায় মক্কায় শতাধিক মুসল্লি মারা যান এবং ৪ শতাধিক আহত হন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply