৮ ঘণ্টা পর শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু

|

শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

তীব্র স্রোতের কারণে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটের ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (২০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নৌরুটে ফেরি চলাচল শুরু হয় বলে বিআইডব্লিউটিসি সূত্র নিশ্চিত করেছে। এর আগে উজান থেকে নেমে আসা ঢলে নদীতে তীব্র স্রোত তৈরি হলে রোববার রাত সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, নদীতে তীব্র স্রোত দেখা দিলে রাতে নৌযান ও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে এবং দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে স্রোতের গতি কিছুটা কমে আসায় আবারও ফেরি চালু করা হয়েছে। বর্তমানে নৌরুটে মোট ৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটে পারাপারের অপেক্ষায় কিছু সংখ্যক গাড়ি রয়েছে।

এদিকে শিমুলিয়া-মাঝিকান্দি ও বাংলাবাজার দুই নৌরুটের ১৫৫টি স্পিডবোট ও ৮৬টি লঞ্চ সচল রয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply