নেত্রকোণায় খেলার মাঠের পাশে আশ্রয়ণ প্রকল্প, এলাকাবাসীর বিক্ষোভ

|

স্টাফ করেসপনডেন্ট:

নেত্রকোণার কেন্দুয়ায় খেলার মাঠের পাশে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ নিয়ে তীব্র অসন্তোষ স্থানীয়দের। মাঠ রক্ষায় কয়েক দফায় মানববন্ধন ও বিক্ষোভও হয়েছে। তবে স্থানীয় প্রশাসন বলছে, খেলার মাঠ অক্ষত রেখেই চলছে প্রকল্পের কাজ। এ নিয়ে বিভ্রান্তির কিছু নেই।

স্থানীয়রা জানান, বহু বছর ধরে খেলাধুলার জন্য এই মাঠটি ব্যবহার হয়ে আসছে। সেখানে এখন আশ্রয়ণ কেন্দ্র গড়ে তোলার তোড়জোড় চলছে বলে দাবি আন্দোলনকারীদের। এতে ছড়িয়ে পড়েছে ক্ষোভ।

এ বিষয়ে বলাইশিমুল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান যমুনা নিউজকে বলেন, প্রশাসন আমাদের কথা দিয়েছে সমস্ত মাঠ তারা পরিষ্কার করে দেবেন। এছাড়া পাশেই একটি কাঁচা রাস্তা রয়েছে যা তারা পাকা করে দিবেন।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম জানান, ১ একর ৮৭ শতাংশ জমির মধ্যে আমরা ২৩ জনকে ৪৬ শতাংশ বন্দবস্ত করে দিচ্ছি এবং ১ একর ৪১ শতাংশ জমি জনসাধারণ বা যেকোনো প্রয়োজনে উন্মুক্ত থাকবে।

কেন্দুয়ার বলাইশিমুল মাঠের ঐতিহ্য শত বছরের বলে জানান স্থানীয়রা। মাঠ হারালে, হারাবে এলাকার চিরাচরিত রূপ। তাই অন্য স্থানে প্রকল্পের ঘর নির্মাণের দাবি এলাকাবাসীর।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply