রাজবাড়ী প্রতিনিধি:
পদ্মা নদীর তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফলে দৌলতদিয়া প্রান্তের মহাসড়কে পণ্যবাহী ট্রাকের লম্বা সিরিয়াল তৈরি হয়েছে।
সোমবার (২০ জুন) সকাল থেকে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৬ কিলোমিটার এলাকা জুড়ে পণ্যবাহী ট্রাকের সারি দেখা গেছে। এ সময় প্রতিটি যানবাহনকে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে ফেরিতে উঠতে হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়ছেন চালক ও তার সহযোগীরা। সময় মতো মালামাল পরিবহন করতে না পেরে বিপাকে পড়ছেন তারা। এছাড়া দীর্ঘ সময় আটকে থেকে বেড়ে যাচ্ছে খরচ। তবে ভোগান্তি ছাড়াই সরাসরি এসে ফেরিতে উঠছেন যাত্রীবাহী পরিবহনগুলো।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, পদ্মার তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্রোতের কারণে কমেছে ফেরির ট্রিপ সংখ্যা। তাই ঘাট এলাকায় কিছুটা যানজট সৃষ্টি হচ্ছে। এই রুটে বর্তমানে ছোট-বড় ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
এসজেড/
Leave a reply