পানি কমলেও খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে দিশেহারা সিলেটের বানভাসি মানুষ

|

সিলেটে কমেছে পাহাড়ি ঢল ও বৃষ্টি। আর তাতে কিছু এলাকায় পানি কমেছে। তবে এখনও বানভাসীদের দুর্ভোগ কমেনি। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে দিশেহারা বানভাসীরা।

অন্যদিকে, এখনও পানির নিচে সড়ক-বাসাবাড়ি। এরমধ্যে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে কানাইঘাট, বিশ্বনাথ ও সদর উপজেলার। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে ফেরার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। এদিকে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জকিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট তৈরি হয়েছে।

এছাড়া, সুনামগঞ্জেও বন্যার একই চিত্র। এখনো ডুবে আছে ঘরবাড়ি-রাস্তাঘাট। অবর্ণনীয় দুর্ভোগে বানভাসীরা। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। সিলেট সুনামগঞ্জের পর প্লাবিত হচ্ছে হবিগঞ্জের আজমিরিগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলার নিম্নাঞ্চল। কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে বাধ উপচে হু হু করে ঢুকছে পানি। পানিবন্দি কয়েক লাখ মানুষ। বন্যা মোকাবেলায় কাজ করছে সেনা ও নৌবাহিনী এবং বিজিবি সদস্যরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply