কক্সবাজারের টেকনাফে সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ রোহিঙ্গা নিহত

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ হাইওয়ে সড়কে কাভার্ড ভ্যানের সাথে ধাক্কায় ইজিবাইকে থাকা ২ রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। নিহতরা হলো উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল গফুরের ছেলে আমির হামজা (৫০) ও একই ক্যাম্পের মো. ইদ্রিসের মেয়ে ইসমত আরা বেগম (১০)।

সোমবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, কক্সবাজারের দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পের দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply