পদ্মা সেতু যাতে উদ্বোধন না হয়, সেজন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এজন্য ২৫ তারিখ পর্যন্ত সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২০ জুন) সকালে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে আদাবর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের কমিটি গঠন খুবই গুরুত্বপূর্ণ। কমিটি গঠনে সতর্ক হতে হবে। কমিটিতে কোনো চাঁদাবাজ, দখলবাজ যেন ঠাঁই না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।
/এমএন
Leave a reply