রাজধানীর মিরপুরের মল্লিকা হাউজিং-এ গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
সোমবার (২০ জুন) সকালে এই অভিযান চালানো হয়। অভিযানে মিতু প্রপার্টিজ লিমিটেডের তিনটি বিল্ডিংয়ে মোট ৫৭টি ফ্ল্যাটের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জানা গেছে, মিতু প্রপার্টিজের ফ্ল্যাটে বসবাসকারীরা প্রতি মাসে মালিক পক্ষকে গ্যাস বিল পরিশোধ করতো। আর তা মালিকপক্ষ আত্মসাত করতো। এদিকে তিতাস কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অবৈধ সংযোগের সত্যতা মিলেছে।
/এমএন
Leave a reply