গত ৯ জুন দক্ষিণী চলচ্চিত্র নির্মাতা বিগনেশ শিবানকে বেশ ঘটা করেই বিয়ে করেছেন একমাত্র দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। এই মুহূর্তে বিবাহিত জীবন পুরোদমে উপভোগ করতে চান তিনি। তাই শোনা যাচ্ছে, এখন এক বিরতি নিতে চলেছেন দক্ষিণী এ তারকা। তবে বিরতি নিয়ে ফেরার পর আর কোনো অন্তরঙ্গ দৃশ্য না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জানা গেছে, কোনো নায়কের সঙ্গে রূপালি পর্দায় আর ঘনিষ্ঠ হতে দেখা যাবে না তাকে। আসন্ন ‘জওয়ান’ সিনেমায় প্রথমবার শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে আসতে চলেছেন নয়নতারা।
বিরতি থেকে ফেরার পর শাহরুখের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। নয়নতারা এই সিনেমার জন্য ‘নো-ইন্টিমেট’ চুক্তিপত্র বানাচ্ছেন বলে জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা।
/এসএইচ
Leave a reply