রুশ ক্লাবে যোগ দিয়ে পোলিশ ফুটবলারের বিশ্বকাপের স্বপ্নভঙ্গ

|

ছবি: সংগৃহীত

রাশিয়ার ক্লাব স্পার্টাক মস্কোতে যোগ দেয়ার বিশ্বকাপ স্কোয়াডে লেফটব্যাক মাচেই রিবাসকে না রাখার সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন।

৩২ বছর বয়সী রিবাস পোল্যান্ডের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৬টি ম্যাচ। দীর্ঘদিন থেকে পোলিশ এই ফুটবল খেলছেন রাশিয়াতে। পাঁচ বছর লোকোমোটিভ মস্কোতে খেলার পর এই মৌসুমেই দলবদল করেছেন রিবাস। রাশিয়ার আরেক ক্লাব স্পার্টাক মস্কোতে যোগ দিয়েছেন তিনি। আর এই দলবদল মোটেও পছন্দ হয়নি পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের।

পোল্যান্ড কোচ মিকনিভস ইতোমধ্যেই রিবাসকে জানিয়ে দিয়েছেন, কাতার বিশ্বকাপ দলে বিবেচনা করা হবে না তাকে । এর আগে, রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্লে-অফ সেমিফাইনাল খেলতে অস্বীকৃতি জানিয়েছিল পোল্যান্ড।

আরও পড়ুন: ‘বার্সা আগ্রহী ছিল, কিন্তু আমি হয় মাদ্রিদে যাব নয়তো নয়’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply