বন্যাকবলিত সুনামগঞ্জে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ অব্যাহত

|

বন্যাদুর্গতদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ।

বন্যাকবলিত এলাকা সুনামগঞ্জের তাহিরপুর ও জামালগঞ্জে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিমান বাহিনী।

মঙ্গলবার (২১ জুন) সকালে বিমান বাহিনীর তিনটি হেলিকপ্টারে সুনামগঞ্জের দুর্গম অঞ্চলে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌছানো হয়। বন্যাকবলিত মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় বিমান বাহিনী।

এদিকে, ত্রাণ বিতরণ ও বন্যার্তদের উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য মৌলভীবাজারে শমসেরনগরে ২টি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বিমান বাহিনীর বিভিন্ন ঘাটিতে টাস্কফোর্স ও মেডিকেল টিম গঠন করা হয়েছে, যাতে স্থানীয় বন্যাকবলিতদের চিকিৎসা সেবা দেয়া যায়।

আরও পড়ুন: বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে: প্রধানমন্ত্রী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply