বশেমুরবিপ্রবিতে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন

|

ডিপার্টমেন্টের বারান্দায় প্ল্যাকার্ড হাতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

স্টাফ করেসপনডেন্ট, গোপালগঞ্জ:

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবির সিএসই (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং) বিভাগের শিক্ষক মো. আক্কাস আলীর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। ওই শিক্ষক যাতে বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে না পারেন সেজন্য
মঙ্গলবার (২১ জুন) সিএসই বিভাগের সামনে বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।

এ সময় শিক্ষার্থীরা ‘আক্কাছমুক্ত বিভাগ’ এর দাবি জানান। ওই শিক্ষক যাতে শ্রেণী কার্যক্রমে যোগ দিতে না পারেন তার দাবিতে বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন প্রদর্শন করেন শিক্ষার্থীরা। আগামী জানুয়ারি মাসে সাজা ভোগ শেষে ওই শিক্ষকের সিএসই বিভাগের চেয়ারম্যান হিসাবে যোগদানের কথা রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে ও শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ আনেন সিএসই বিভাগের দুই ছাত্রী। তদন্ত শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিএসই বিভাগের তৎকালীন প্রধান মো. আক্কাছ আলীকে ৪ বছরের জন্য
বহিস্কার করে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply