Site icon Jamuna Television

হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিলেটে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে শাহজালাল (র.) ও শাহপরানের (র.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ জুন) সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন দুপুর ১টা ২৯ মিনিটে হযরত শাহজালালের (র.) মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন তিনি। এ সময় তিনি জোহরের নামাজ আদায় ও মাজার জিয়ারত করেন। দুপুর ১টা ৫০ মিনিটে তিনি মাজার থেকে বের হয়ে যান।

এরপর হযরত শাহপরানের (র.) মাজার জিয়ারত শেষে বেলা ২টা ৪০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে তাকে বহনকারী হেলিকপ্টার ঢাকার উদ্দেশে রওনা দেয়।

এর আগে, মঙ্গলবার সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি সিলেটের বন্যাদুর্গত তিন জেলা পরিদর্শনে রওনা হন। সফরসূচি অনুযায়ী, হেলিকপ্টারযোগে বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন।

/এনএএস

Exit mobile version