অনেক সময় অনেক কিছু আমাদের চোখের সামনে থাকলেও আমরা দেখতে পাই না। শুধু দৃষ্টিভ্রম নয়, মনোযোগ সহকারে দেখতে না পারাও এর কারণ হতে পারে। তেমনই একটি জিনিস তাসের এই কার্ডটি।
যারা তাস সম্পর্কে অবগত, তারা জানেন এই কার্ডটার নাম ডায়মন্ডের ৮। বাংলায় বললে রুইতনের অষ্টম কার্ড। অসংখ্য বার এই তাসের কার্ডটি আমাদের চোখে পড়েছে, চোখে পড়েছে তাসের দুই প্রান্তের দুই কোণে লেখা ৮ সংখ্যাটিও। কিন্তু আপনি জানেন কি, ওই দুটি ৮ ছাড়া আরও একটি ৮ লুকিয়ে আছে এই কার্ডের মধ্যে?
ভালো করে মনোযোগ দিলে দেখা যাবে, রুইতনের যে চিহ্নগুলি তাসের ওপর একটি নির্দিষ্টভাবে সাজানো রয়েছে। আর তার ফাঁক দিয়ে যে সাদা অংশ সেই অংশটি যদি ঠিকঠাক জুড়ে নিয়ে একটি রেখা কল্পনা করা যায়, তবে তা দেখতে ঠিক ইংরেজি ৮ সংখ্যার মতোই হয়। এরপরও যারা আট সংখ্যাটি দেখতে পাচ্ছেন না, তাদের জন্য নিম্নে ছবি দেয়া হলো।
ইউএইচ/
Leave a reply