রুশ বাহিনীর আধুনিকায়নে যে পদক্ষেপ নিলেন পুতিন

|

ছবি: সংগৃহীত

সামরিক বাহিনীকে আরও আধুনিক করার ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানান, চলমান সঙ্কট মোকাবেলায় সামরিক বাহিনীকে আরও আধুনিক করার কোনো বিকল্প নেই। মস্কোয় দেয়া ভাষণে S-500 প্রতিরক্ষা ব্যবস্থা এবং সারমান ক্ষেপণাস্ত্র মোতায়েনেরও ঘোষণা দেন পুতিন।

পুতিন বলেন, আমাদের দেশ এবং সামরিক বাহিনী বর্তমানে কঠিন পরিস্থিতি পার করছে। তবে আমরা এই পরিস্থিতি সামাল দিতে সক্ষম। তবে সেক্ষেত্রে এই মুহূর্তে প্রয়োজন সামরিক বাহিনীর আধুনিকীকরণ। দ্রুততম সময়ের মধ্যে সেনা এবং নৌবাহিনীকে আরও উন্নত করার উদ্যোগ নেয়া হচ্ছে। S-500 এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে। এমনকি সারমাত ক্ষেপণাস্ত্রও চলতি বছর মোতায়েন করা আমাদের লক্ষ্য।

আরও পড়ুন: পাকিস্তানে নবজাতকের মাথা কেটে মায়ের পেটেই রেখে দিলেন স্বাস্থ্যকর্মীরা

প্রসঙ্গত, বিগত প্রায় চার মাস ধরে চলছে রুশ-ইউক্রেন সংঘর্ষ। ইউক্রেনের মাটিতে চলমান এ যুদ্ধে দুই পক্ষেরই বহু সামরিক-বেসামরিক মানুষ হতাহত হয়েছে। কয়েকবার শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও আসেনি কার্যকর সমাধান। বর্তমানে বিশ্বে খাদ্য সঙ্কটের জন্যও দায়ী করা হয় এই যুদ্ধকে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply