ভেঙে ফেলা হবে ম্যাস শ্যুটিংয়ের শিকার রব এলিমেন্টারি স্কুল

|

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ম্যাস শ্যুটিংয়ের শিকার টেক্সাসের উভালদের রব এলিমেন্টারি স্কুল ভেঙে ফেলা হবে। মঙ্গলবার (২১ জুন) এই উদ্যোগের কথা জানান উভালদের মেয়র ডন ম্যাকলাফলিন। এফবিসি নিউজের খবর।

ডন ম্যাকলাফলিন বলেন, খোদ প্রেসিডেন্ট জো বাইডেন দিয়েছেন এই প্রস্তাবনা। তাছাড়া, স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনার পরই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। মেয়রের দাবি, কখনোই কোনো শিশু বা শিক্ষিকাকে ঐ স্কুলে ফেরত যেতে বলা যাবে না। অবশ্য, কবে নাগাদ স্কুলটি ভাঙা হবে, তা জানাননি মেয়র।

মঙ্গলবার, স্থানীয় পরিষদ এবং গোলাগুলির ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর উপস্থিতিতে হয় একটি বৈঠক। সেখানে আবারও প্রশ্নবিদ্ধ হয় পুলিশি আচরণ। হামলার খবর পেয়েও, প্রায় একঘণ্টা দেরিতে স্কুল প্রাঙ্গনে ঢুকেছিল পুলিশ সদস্যরা। এই তথ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয় গোটা যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, গেল ২৪ মে প্রাইমারি স্কুলটিতে গুলি চালিয়ে ১৯ শিশু শিক্ষার্থী এবং দু’জন শিক্ষককে হত্যা করে এক আততায়ী। ২০১২ সালেও, স্যান্ডি হুক স্কুলে ম্যাস শ্যুটিংয়ের পর গুড়িয়ে দেয়া হয় সেই প্রতিষ্ঠান।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের উইঘুর বিষয়ক আইনে ক্ষুব্ধ চীন

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply