অক্ষত নেইমার, জরুরি অবতরণে দুর্ঘটনা থেকে রেহাই

|

ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোর গাড়ির পর এবার দুর্ঘটনার কবলে পড়ার উপক্রম হয়েছিল ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ব্যক্তিগত বিমানের। তবে পাইলট দ্রুত জরুরি অবতরণ করানোয় কোনো দুর্ঘটনা ঘটেনি।

বোনের সঙ্গে মায়ামিতে ছুটি কাটাতে গিয়েছিলেন নেইমার। গত সপ্তাহেই মায়ামির সমুদ্রসৈকতে বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি এবং বোন রাফায়েলার সঙ্গে দেখা গেছে তাকে। ব্রাজিলে ফেরার সময়ই মঙ্গলবার (২১ জুন) সকালে মাঝ আকাশে ঘটে এই বিপত্তি। ছোট বিমান হওয়ায় ঝুঁকি নিতে চাননি পাইলট। শেষ পর্যন্ত ব্রাজিলের উত্তরাঞ্চলের শহর বোয়া ভিস্তায় নিরাপদেই অবতরণ করে নেইমারের বিমান।

ছবি: সংগৃহীত

নেইমারের এজেন্সি মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, নেইমার, তার বোন ও বিয়ানকার্ডিকে বহনকারী এনআর স্পোর্টস প্লেনের উইন্ডশিল্ডে সমস্যা দেখা দেয়। সতর্কতা অবলম্বন করে পাইলট জরুরি অবতরণ করলে কোনো বিপদ ঘটেনি কারো।

নেইমার নিজেও তার ইনস্ট্রাগ্রামের স্টোরিতে ভিডিওবার্তায় বলেছেন, সবার বার্তার জন্য ধন্যবাদ। সবাইকে জানাতে চাই, আমরা ভাল আছি। বাড়ির পথেই আছি। কিছুটা ভয় পেয়েছিলাম, তবে আমরা সবাই ভালো আছি, একসাথে আছি।

আরও পড়ুন: রোজারিও সেন্ট্রালের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু তেভেজের

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply