দেড়শো যাত্রী নিয়ে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেলো বিমান (ভিডিও)

|

ছবি: সংগৃহীত

অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেলো দেড়শো আরোহীবাহী ডমিনিকান রিপাবলিকের একটি বিমান। মঙ্গলবার (২১ জুন) যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট। অন্তত ৩ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, সান্তো ডোমিঙ্গো থেকে ১৪০ জন যাত্রী ও ১১ জন ক্রুকে নিয়ে উড্ডয়ন করে রেড এয়ার প্লেনের বিমানটি। পথিমধ্যে ল্যাডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে দ্রুত মিয়ামি বিমানবন্দরে অবতরণ করানো হয়। এ সময় আগুনও লেগে যায় বিমানটিতে। অবতরণের পর কালো ধোঁয়ার কুণ্ডলীতে ছেড়ে যায় গোটা এলাকা। তবে দ্রুতই সে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বের করে আনা সম্ভব হয় দেড় শতাধিক আরোহীর সবাইকে।

আরোহীদের মধ্যে আহত অবস্থায় উদ্ধার করা হয় ৩ যাত্রীকে। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনার পর মিয়ামি বিমানবন্দরের দুটি রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: অক্ষত নেইমার, জরুরি অবতরণে দুর্ঘটনা থেকে রেহাই

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply