দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১৩৫ জন। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জনে। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৫৩৬টি।
বুধবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১২২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৯ লাখ ৬ হাজার ১০৫ জন। এদিন করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ২৯ হাজার ১৩৪ জনের।
প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
ইউএইচ/
Leave a reply