রাসায়নিক দুর্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধার কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সের অনুশীলন সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (২২ জুন) সকালে মিরপুরে ফায়ার সার্ভিসের ট্রেনিং সেন্টারে এই অনুশীলনের আয়োজন করা হয়। অনুশীলনে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
কোর্সটিতে বাংলাদেশসহ সার্ক সদস্য ভুক্ত ৫টি দেশ থেকে ৩৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণের ফলে ফায়ার সার্ভিস আরও দক্ষ হবে এবং কাজে গতি আসবে বলে মনে করেন আয়োজকরা।
গত ১৯ জুন রাজধানীর একটি হোটেলে রাসায়নিক দুর্যোগে উদ্ধার ও নিরাপত্তা বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু হয়। ২৩ জুন প্রশিক্ষণ কোর্সটি শেষ হবে।
আরও পড়ুন: ‘যারা খালেদা জিয়াকে পদ্মায় ডুবিয়ে মারতে চায়, তাদের আমন্ত্রণে বিএনপির কোনো নেতা যেতে পারে না’
জেডআই/
Leave a reply