দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে দেয়াল নির্মাণ করছে ইসরায়েল। বুধবার, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে এ তথ্য। খবর টাইমস নাউ এর।
জানায়, প্রকৌশল অধিদফতর এবং সেনাবাহিনী যৌথভাবে পরিচালনা করছে নির্মাণকাজ। ৪৫ কিলোমিটার জায়গাজুড়ে স্থাপন করা হচ্ছে কংক্রিটের দেয়াল। ইহুদি প্রশাসনের দাবি, নতুনভাবে নয় বরং ২০ বছর আগে টানা সীমান্তে হচ্ছে সংস্কার কর্মসূচি।
জানানো হয়, ৩০ ফুট উচ্চতার প্রত্যেকটি দেয়ালে থাকছে নতুন প্রযুক্তি। অবশ্য, সেগুলো কি, এখনও তা স্পষ্ট করেনি ইসরায়েল। মূলত ফিলিস্তিনিদের ঠেকাতেই এই দেয়াল। প্রশাসনের অভিযোগ, গেলো কয়েকমাস ধরে অঞ্চলটি থেকে ইহুদিদের ওপর বেড়েছে হামলা-হত্যার ঘটনা। তার ধারাবাহিকতায় চলছে চিরুনি অভিযানও।
/এমএন
Leave a reply