বিলুপ্ত নেসেট, ৫ম জাতীয় নির্বাচনের পথে ইসরায়েল

|

ছবি: সংগৃহীত

বিলুপ্ত ঘোষণা করা হলো ইসরায়েলি পার্লামেন্ট- নেসেট। বুধবার (২২ জুন) নেয়া এ উদ্যোগের মাধ্যমে ৩ বছরে পঞ্চম জাতীয় নির্বাচনের পথে এখন দেশটি। খবর আল মনিটরের।

জানা গেছে, নেসেটের ১২০ সদস্যের মধ্যে পার্লামেন্ট বিলুপ্ত করার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ১১০ জন এমপি। তবে, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামী সপ্তাহে হবে আরেকটি ভোটাভুটি। তারপরই, প্রধানমন্ত্রী পদ থেকে নাফতালি বেনেটকে সরে যেতে হবে। আর নতুন নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব পালন করবেন, পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। আগামী অক্টোবর নাগাদ ইসরায়েলে অনুষ্ঠিত হতে পারে জাতীয় নির্বাচন।

এর আগে, মঙ্গলবার (২১ জুন) পার্লামেন্ট বিলোপের আহ্বান জানান চাপে থাকা প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। গত বছরই, দীর্ঘদিনের শাসক বেনিয়ামিন নেতানিয়াহুকে হটিয়ে ইসরায়েলের ক্ষমতায় আসে বেনেট নেতৃত্বাধীন ৮ দলীয় জোট। কিন্তু, অভ্যন্তরীণ ও বৈদেশিক নানা ইস্যুতে তীব্র সমালোচনার মুখে পড়ে বেনেট প্রশাসন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply